এতদ্বারা কর অঞ্চল-১৩, ঢাকা এর নিবন্ধিত সকল সম্মানিত করদাতাগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এ কর অঞ্চলের কর কমিশনারের কার্যালয়, কর কমিশনারের অফিস কক্ষে আয়কর সেবা সংক্রান্ত কোন পরামর্শ বা অভিযোগ শ্রবনের জন্য প্রতি বুধবার বেলা ১১.০০ ঘটিকায় কর কমিশনার, কর অঞ্চল-১৩, ঢাকা উপস্থিত থাকবেন। উক্ত গণশুনানীতে সম্মানীত করদাতা অথবা করদাতার মনোনীত প্রতিনিধিগণকে উপস্থিত থেকে অভিযোগ/পরামর্শ প্রদানের জন্য অনুরোধ করা হল। |
![]() |