আয়কর রিটার্ন দাখিলের প্রমান প্রদর্শনের বিধান অবহিতকরণ প্রসঙ্গে।    কর অঞ্চল-১৩, ঢাকা এর ১৩ তম হতে ২০ তম গ্রেডের শুন্য পদে সরাসরি কোটায় জনবল নিয়োগের নিমিত্ত প্রাথমিকভাবে সুপারিশকৃত প্রার্থীদের রোল নম্বর অবহিতকরণ প্রসঙ্গে।    কর অঞ্চল-১৩, ঢাকা এর অধীনে ‘‘ গাড়ি চালক’’ (গ্রেড-১৬) পদে সরাসরি কোটায় জনবল নিয়োগের নিমিত্ত ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও মৌখিক পরীক্ষার স্থান ও তারিখ অবহিত করণ প্রসঙ্গে।    কর অঞ্চল-১৩, ঢাকা এর ১৩ তম হতে ২০ তম গ্রেডের অন্তর্ভূক্ত সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এর শুন্য পদে সরাসরি কোটায় জনবল নিয়োগের নিমিত্ত ব্যবহারিক পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষার স্থান ও তারিখ অবহিতকরণ।    কর অঞ্চল-১৩, ঢাকা এর ১৩ তম হতে ২০ তম গ্রেডের শূন্য পদে সরাসরি কোটায় জনবল নিয়োগের নিমিত্ত লিখিত পরীক্ষার ফলাফল, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষার স্থান ও তারিখ অবহিতকরণ প্রসঙ্গে    ‘‘ব্যক্তিগত সহকারী’’ পদের লিখিত পরীক্ষা স্থগিতকরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি।    নিয়োগ পরীক্ষার সময়সূচী সংক্রান্ত বিজ্ঞপ্তি।    নিয়োগ বিজ্ঞপ্তি- ২০২৩    জাতীয় রাজস্ব বোর্ডের নথি নং-০৮.০১.০০০০.০৮৬.০৮.০০১.১৬/অংশ-১/৩৯১, তারিখ:১৪ আগস্ট ২০২৩ খ্রি: মোতাবেক এই কর অঞ্চলের কর্মকর্তাগণের সমন্বয়ে ইনোভেশন টিম গঠন করা হলো।    গণশুনানীর নোটিশ    কর পরিদর্শকগণের বদলী/পদায়ন    বার্ষিক কর্মসম্পাদন চুক্তি 01 জুলাই 2022 থেকে 30 জুন 2023    অন্যতম মেধাবী ও অমায়িক কর্মকতা জনাব ওমর ফারুক, কর অঞ্চল-১৩, ঢাকা এর উপকর কমিশনার ০৪/০৫/২০২২ খ্রি. তারিখ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কর অঞ্চল - ১৩, ঢাকা পরিবার গভীরভাবে শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।    করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় : ১) যথাযথ নিয়মে সাবান দিয়ে (২০) সেকেন্ড হাত ধোবেন। ২) হ্যান্ডশেক করবেন না। ৩) সামাজিক দুরত্ব বজায় রাখুন। ৪) হাঁচি-কাশির শিষ্টাচার মেনে চলুন। ৫) সতর্ক ও সচেতন থাকুন, মনে রাখবেন আপনার সতর্কতা অপরের নিরাপত্তা।
FAQ
 1. আয়কর রিটার্ণ কি ?
  Ans: আয়কর কর্তৃপক্ষের নিকট একজন করদাতার বার্ষিক আয়ের সংক্ষিপ্ত বিবরণী যে ফর্মের মাধ্যমে উপস্থাপন করা হয় তাহাই আয়কর রিটার্ণ |
 2. What is Income Tax Return ?
  Ans: Income Tax return is a form where a tax payer mentions his income and wealth statement briefly particular year.
 3. আয়কর রিটার্ন করা দিবেন ?
  Ans: কোন ব্যক্তি করদাতার আয় যদি বার্ষিক ২,৫০,০০০/- টাকা (পুরুষ), মহিলা/৬৫ বছরের উর্দ্ধে বয়ষ্ক ব্যক্তির ক্ষেত্রে ৩,০০,০০০/- টাকার উদ্ধে যাদের আয় তাদেরকে আয়কর রিটার্ণ দিতে হবে।
 4. Who will submit Income Tax Return ?
  Ans: The person having income more than 2,50,000/- taka (male), female/65 years older man 3,00,000 taka have to submit Income Tax return.
 5. আয়কর রিটার্ণ কোথায় পাব ?
  Ans: যে কোন আয়কর অফিস এবং কর অঞ্চল-২, ঢাকা এর ওয়েব সাইটের ফর্মস অফসনে।
 6. Where income tax return is available ?
  Ans: All Income tax office and Taxes zone-2, Dhaka's Website (www.taxeszone2.gov.bd sub menu-forms option)
 7. সময় মতো আয়কর রিটার্ণ দাখিল না করলে কি হয় ?
  Ans: সময় মতো আয়কর রিটার্ণ দাখিল না করলে জরিমানা প্রদান করতে হয়।
 8. What is the consequence if any person does not submit income tax return ?
  Ans: If any person does not submit income tax return he will be punished.
Contact Address
Commissioner of Taxes
Taxes Zone-13, Dhaka
15 Purana Paltan (Chowdhury Complex)

02 - 223358622 (PA)
E-mail : commissioner.dha13@nbr.gov.bd
taxzone13@yahoo.com
Facebook Page: Taxes Zone 13, Dhaka
We Are In Google Map