অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি,জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর বিভাগের অন্যতম মেধাবী ও অমায়িক কর্মকতা জনাব ওমর ফারুক, উপ কর কমিশনার (৩১তম বিসিএস কর ক্যাডারে ২য় স্থান প্রাপ্ত) ০৪/০৫/২০২২ খ্রি. তারিখ আনুমানিক বেলা ২ ঘটিকায় নোয়াখালীর চাটখীল উপজেলার মল্লিকার দিঘীতে সাঁতার কাটা অবস্থায় ডুবে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জনাব ফারুক তাঁর উজ্জ্বল কর্মজীবনে আয়কর বিভাগের বিভিন্ন কর অঞ্চলে অত্যন্ত সুনামের সাথে কাজ করেছেন । এই ক্ষণস্থায়ী জীবনকে অর্থবহ করে তোলার মতো দৃঢ়তা, মেধা, সততা, সদালাপী, বিনয়ী, পরিশ্রমি ও সবার প্রতি মমত্ববোধ তিনি দেখিয়েছেন। কর অঞ্চল - ১৩, ঢাকা পরিবার গভীরভাবে শোকাহত। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। মহান রাব্বুল আলামিন মরহুমের পরিবারকে এই শোক বহন করার শক্তি দান করুন। আমীন |
Download |